প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুবর্ণা
কিছুদিন আগে যে পোল্ট্রি র ডিম বিক্রি হতো ৫ থেকে ৬ টাকা প্রতি পিস , বড়দিনের সময় সেই ডিমের দাম হয়ে গিয়েছিল ৮ টাকা প্রতি পিস। বড়দিন এর পর শনিবার কিছুটা কমেছে ডিমের দাম। সাড়ে সাত টাকায় এক একটি ডিম বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? কী বলছেন ব্যবসায়ীরা?