KMC Drive to Remove Hawkers

গ্র্যান্ড হোটেলের নীচে পসরা সাজিয়ে বসায় নিয়ন্ত্রণ, পুরসভার উদ্যোগ নিতেই দু’ভাগ হকারেরা

উচ্ছেদ করা হলে পথে নামবে হকারদের পরিবার, হুঁশিয়ারি গ্র্যান্ড হোটেলের নীচের ব্যবসায়ীদের একাংশের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:২৩
Share:
Advertisement

গ্র্যান্ড হোটেলের নীচে ফুটপাতে হকার নিয়ন্ত্রণে নামল প্রশাসন। কলকাতা পুরসভার ‘টাউন ভেন্ডিং কমিটি’ বা ‘টিভিসি’র সদস্যদের সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা। পুরসভা সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখে পুজোর আগেই এই সিদ্ধান্ত হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছে পুরসভা। টিভিসির কাছে যে রেকর্ড রয়েছে, তাতে ওই জায়গায় ১১৬ জন অনুমোদিত হকারের ব্যবসা করার কথা। এ দিনের অভিযানে ওই তালিকাভুক্ত হকারদের ফের নিয়ম মেনে ব্যবসা করতে বলা হয়। ফুটপাতের এক-তৃতীয়াংশেই পসরা সাজিয়ে বসা যাবে। আর তালিকার বাইরে যে সব হকার আছেন, তাঁদের আপাতত সেখান থেকে উঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। তাঁদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রশাসন। ৪৮ ঘণ্টার মধ্যে জায়গা খালি করতে বলা হয়েছে পুরসভার ‘লাইসেন্স’ না থাকা হকারদের। তাই নিয়েই শুরু হয়েছে চাপানউতর। এ দিনের পুরসভা অভিযানের মধ্যেই উচ্ছেদ নিয়ে হকারদের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলও দেখা যায়। উচ্ছেদ হলে রাস্তায় নেমে আন্দোলন করবেন হকারেরা, দাবি এক গোষ্ঠীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement