মৌসম ভবনের তরফে আগেই জানানো হয়েছিল, ঝড়ের প্রভাবে কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। গুজরাট, কেরল, কর্নাটক, লক্ষদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার ‘বিপর্যয়’ গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূল এলাকায় আছড়ে পড়বে। এর ফলে গুজরাতের একাধিক এলাকায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা মুম্বইয়েও।