‘শাস্ত্রগুরুর চোখরাঙানি’ উপেক্ষা করে বোনফোঁটা মালদহে
বোনেদের মঙ্গল কামনা করে এই অনুষ্ঠান পালন করে আসছেন মালদহের এক দল মহিলা। মঙ্গলবার মালদহ শহরের নজরুল সরণি সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এই বোনফোঁটার।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৮:৫০
Share:
Advertisement
নিজেদের তৈরি মন্ত্রেই বোনফোঁটার আয়োজন করলেন মালদহ শহরের এক দল মহিলা। তাঁদের কেউ শিক্ষিকা, কেউ ব্যাঙ্ককর্মী, কেউ কলেজপড়ুয়া। মঙ্গলবার গুরুপূর্ণিমায় পালিত হল বোনফোঁটার অনুষ্ঠান।