হুগলি জেলার হরিপালের জনপদ শ্রীপতিপুর। এই গ্রামের অধিকারী পরিবারে ৭৩ বছর ধরে পূজিত হন সবুজ কালী। প্রতিমার গায়ের রং কচি কলাপাতার মতো সবুজ। এই গ্রামেরই এক দরিদ্র বৈষ্ণব পরিবারে জন্ম বটকৃষ্ণ অধিকারীর। শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধিলাভ করেন এবং স্বপ্নাদিষ্ট হয়ে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। নতুন দুর্বা ঘাসের উপর শ্যাম ও শ্যামাকে অভিন্ন রূপে দেখেন স্বপ্নে। বটকৃষ্ণ অধিকারী রটন্তী কালিপুজোর দিন প্রতিষ্ঠা করেন এই সবুজ কালীকে।