প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সৈকত
উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধানকে ফুল, শঙ্খধ্বনিতে স্বাগত জানিয়েছে সন্দেশখালি। পাল্টা চকলেট, লজেন্স দিয়ে নিজের আন্তরিকতার পরিচয় রেখেছেন রাজ্যপালও। এ দিন সকাল থেকেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আলাদা করে উৎসাহ ছিল সন্দেশখালিতে। বিশেষ করে মহিলারা চাইছিলেন, নিজেরাই তাঁদের উপর হওয়া অত্যাচারের কথা সিভি আনন্দ বোসকে জানাবেন। রাজ্যপাল সন্দেশখালিতে পা রাখা মাত্রই যেন অভিযোগের পাহাড় ভেঙে পড়ল। যা শুনে সিভি আনন্দ বোস ব্যথিত। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এখানে প্রত্যেকে আমার বোন। তাঁদের সম্মান রক্ষার্থে যা করণীয় আমি তাই করব। আমি সার্বিক ভাবে আজ যে ছবিটা দেখলাম তা আমাকে মর্মাহত করেছে। যা আজ দেখলাম, তা আগে দেখিনি। আমি আজ অনেক কিছুই শুনলাম, যা আগে শুনিনি। আইন আইনের পথে না চললে মানুষ বিপন্ন বোধ করেন।”