Governor CV Ananda Bose

রাজভবনে বর্ষপূর্তি, আনন্দ বোসের সঙ্গে নবান্নের দূরত্ব ঘুচল?

এক বছরের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা— সব কিছুই আনন্দবাজার অনলাইনকে জানালেন রাজ্যপাল বোস।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২০:৫২
Share:
Advertisement

বাংলায় রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোসের বর্ষপূতি। এক বছরের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা— সব কিছুই আনন্দবাজার অনলাইনকে জানালেন রাজ্যপাল বোস। শুরুর দিকে রাজ্যের সঙ্গে সুসম্পর্ক থাকলেও পরের দিকে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। যদিও রাজ্যপালের মতে, “এটা ধারণা হতে পারে। সংঘাত তখনই হয় যখন উভয় পক্ষই সংঘাতে নামে। ছোটখাটো সমালোচনা, সামান্য মতের অমিল আমাকে বিচলিত করে না। আমি খুব একাগ্রতার সঙ্গে কাজ করি। আমার দু’টি কাজ। এক, সংবিধান রক্ষা করা। দুই, বাংলার মানুষের জন্য কাজ করা।” তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিক বৈঠকে এ দিন জানান, এখন দু’টি গুরুত্বপূর্ণ সমস্যা এই রাজ্যের। এক, দুর্নীতি। দুই, হিংসা। তবে তিনি মনে করেন, বর্তমান রাজ্য সরকার এগুলি করছে তা নয়। কিন্তু রাজ্য সরকারকে এই দু’টি বিষয়ে আরও সক্রিয় হওয়া প্রয়োজন। বিভিন্ন ‘স্টেক হোল্ডার’দের নিয়ে সমস্যা দু’টির সমাধান করা প্রয়োজন। এ ছাড়াও সপ্তাহে এক দিন করে ‘মিল উইথ গভর্নর’ প্রকল্প শুরু হতে চলেছে রাজভবনে। এর পাশাপাশি গণবিবাহের আয়োজন, অভাবী পড়ুয়া বিশেষত তফসিলি জাতি, জনজাতি পড়ুয়াদের বৃত্তি দেওয়ার কথাও এ দিন ঘোষণা করেন রাজ্যপাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement