একটি জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো-এ জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতাটি নিজস্ব ভঙ্গিতে অভিনয় করেছিলেন। আগেও যে রকম বহু বার, বহু মঞ্চে করেছেন। আগে যে সমালোচনা শুনতে হয়নি, তা নয়। কিন্তু এ বারের ট্রোলের বন্যা যেন মাত্রাছাড়া। অচেনা মানুষের এত আঘাতের মুখে দাঁড়িয়ে কেমন লাগে গৌতম হালদারের? বিনয়ী গৌতম বলছেন, যাঁদের ভাল লাগেনি, চেষ্টা করবেন তাঁদের যেন ভবিষ্যতে ভাল লাগে। কিন্তু কেন তিনি ও ভাবে ‘বেণীমাধব’ অভিনয় করেন, কোন উচ্চারণের নেপথ্যে থাকে কোন ভাবনা— এ সব খুঁটিনাটি ভীষণ পরিষ্কার তাঁর কাছে। আনন্দবাজার অনলাইনকে বোঝালেন তাঁর ‘মালতীবালা হাই স্কুলে’র নবম শ্রেণির সেই সাধারণ মেয়ে হয়ে ওঠার গল্প।