অনিত থাপার মধ্যস্থতায় কিছুটা হলেও স্বস্তি ফিরল পাহাড়ে। যদিও সমস্যার সম্পূর্ণ সমাধান এখনও বার হয়নি। টাইগার হিলের উন্নয়নের স্বার্থে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে টাকা আদায়ের অভিযোগ উঠে আসছে পর্যটন, পুলিশ ও বন দফতরের বিরুদ্ধে। পর্যটকদের গাড়ি থেকে নেওয়া হয় ১০ টাকা করে। পর্যটন ও বন দফতরও পর্যটক পিছু ৫০ টাকা করে নেয়। মঙ্গলবার বৈঠকের পর পুলিশের তরফ থেকে টাকা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বন দফতর ও পর্যটন দফতর টাকা কমানোর আশ্বাস দেওয়ায় আপাতত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল গোর্খা গাড়িচালক সংগঠন। এর আগে সোমবারের বৈঠকে দাবিদাওয়া নিয়ে কোনও আশ্বাস না মেলায় মঙ্গলবার থেকে টাইগার গিল বন্ধের ডাক দিয়েছিল ওই সংগঠন।