অনেকটাই শক্তি বেড়েছে। বাংলার আরও কাছাকাছি এগিয়েছে ঘূর্ণিঝড় ডেনা। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। কলকাতার উপর দিয়েও ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। সন্ধ্যা থেকে বন্ধ থাকবে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন, দমদম বিমানবন্দর। পুরসভার কন্ট্রোলরুম দানা-পরিস্থিতির উপর নজর রাখছে। জরুরি বিভাগকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে শুরু করে জেলা, দুর্যোগ মোকাবিলায় তৈরি প্রশাসন। দিঘা,মন্দারমনি,শঙ্করপুর,বকখালি-সহ উপকূলবর্তী বিভিন্ন পর্যটনস্থল খালি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র বন্যায় বার বার দুর্যোগের মুখে পড়ে। ডেনা মোকাবিলায় কতটা প্রস্তুত ঘাটাল? আনন্দবাজার অনলাইনকে বললেন ঘাটালের সাংসদ দেব।