৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গিয়েছে। ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব। এইবার ফের কেআইএফএফের চেয়ারম্যান পদে ফিরেছেন গৌতম ঘোষ। এই বছরের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। কান পাতলে শোনা যাচ্ছে গুঞ্জন, এই বার অতিথিদের আসনে অনেকেরই দেখা পাওয়া যাবে না। আরজি কর আন্দোলনের প্রভাব কি তাহলে চলচ্চিত্র উৎসবেও? কী ভাবে সাজছে এই বছরের চলচ্চিত্র উৎসব, আনন্দবাজার অনলাইনের সব প্রশ্নের মুখোমুখি পরিচালক গৌতম ঘোষ।