ভিডিও এডিটিং : সুব্রত গোস্বামী
আইসিএসই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রবিবার। ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া প্রচেতা পেয়েছেন নব্বই শতাংশের বেশি নম্বর। তবে তিনি সকলের মন জিতে নিয়েছেন সাহসিকতায়। নিজের ক্যান্সার আক্রান্ত দিদিকে বোন ম্যারো দিয়েছেন পরীক্ষার ঠিক এক মাস আগে। আনন্দবাজার অনলাইনে প্রচেতার কাছেই শুনুন তাঁর গল্প।