Buddhadeb Bhattacharjee Death

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল ৮০ বছর, শুক্রবার করা হবে দেহদান

৮ অগস্ট, বৃহস্পতিবার সকালে পাম অ্যাভেনিউয়ের বাসভবনে প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১১:৪৭
Share:
Advertisement

বুধবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। রাতে তা সামাল দেওয়া হয়। তখনই ঠিক করা হয়, বৃহস্পতিবার সকালে উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাঁকে পরীক্ষা করবেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করানো হবে। কারণ, হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তাঁর ঘোর অনীহা ছিল। তাই চিকিসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশের পর চা খেয়েছিলেন। তার পরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নেবুলাইজ়ার দেওয়ার চেষ্টা করা হয়। সূত্রের খবর, সেই সময়েই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা এসে বুদ্ধদেবকে প্রয়াত ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement