বুধবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। রাতে তা সামাল দেওয়া হয়। তখনই ঠিক করা হয়, বৃহস্পতিবার সকালে উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাঁকে পরীক্ষা করবেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করানো হবে। কারণ, হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তাঁর ঘোর অনীহা ছিল। তাই চিকিসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশের পর চা খেয়েছিলেন। তার পরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নেবুলাইজ়ার দেওয়ার চেষ্টা করা হয়। সূত্রের খবর, সেই সময়েই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা এসে বুদ্ধদেবকে প্রয়াত ঘোষণা করেন।