বাজারে ব্যবসা করতে গেলে ১ লক্ষ টাকা ‘তোলা’ দিতে হবে। চরম সমস্যার মুখে পড়ে পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা ব্যবসায়ী। যদিও তাতেও নাছোড় অভিযুক্তরা। বাজার কমিটির ঘোষণা, ‘‘টাকা ছা়ড়া নতুন কোনও ব্যবসায়ীকে বাজারে ব্যবসা করতে দেব না।’’ মেদিনীপুর শহরের রাজাবাজারের এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মেদিনীপুরের রাজাবাজারে মাছ ব্যবসা করতে বসেন এক মহিলা ব্যবসায়ী। দিন দুয়েক আগে বাজারের এক পাশে ছোট্ট এক ফালি জায়গায় নিজের মাছের পসরা সাজিয়ে বসেন তিনি। কিন্তু তাতেই এল বাধা। অভিযোগ, বাজার কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে ব্যবসা করতে গেলে এক লক্ষ টাকা দিতে হবে। কিন্তু কোথায় পাবেন এত টাকা! আর দেবেনই বা কেন? এই ‘তোলা’ না দেওয়ায় তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ মহিলার। এ নিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। মেদিনীপুর পুরসভা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও বিষয়টি জানানো হয়েছে। তবুও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।