প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
পুজোয় ঠাকুর দেখার সঙ্গে পাল্লা দিয়ে চলে দেদার খানাপিনা। সেই সময় বিভিন্ন হোটেল রেস্তরাঁ তো বটেই, পুজো মণ্ডপের আশেপাশে গজিয়ে ওঠে বেশ কিছু ফুড স্টল। পুজোর সময় সেই সমস্ত জায়গায় খাবারের গুণগত মান ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে ও তাদের সতর্ক করতে শহরের বিভিন্ন নাম করা হোটেল ও রেস্তরাঁ ঘুরে দেখলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজো মণ্ডপের আশেপাশে হঠাৎ করে গজিয়ে ওঠা ফুড স্টলগুলিকেও সতর্ক করলেন তিনি। পুজোর পাঁচ দিন কলকাতা পুরসভার ফুড সেফটি অফিসারেরা পরিদর্শন করবেন শহরের বিভিন্ন হোটেল রেস্তরাঁ এবং ফুড স্টলগুলি। খাবারের গুণগত মান ঠিক না থাকলেই কড়া শাস্তি, সতর্ক করলেন ডেপুটি মেয়র।