প্রায় গোটা সপ্তাহ ধরে বন্যার জলে হাবুডুবু খাওয়ার পর রবিবার সকাল থেকে বানভাসি দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি দেখতে পাচ্ছে প্রশাসন। বৃষ্টি বন্ধ হওয়ার ফলে নদী-খালের উপর বাড়তি জল বইয়ে নিয়ে যাওয়ার চাপ কমেছে। ডিভিসি দৈনিক ভিত্তিতে ৫০ হাজার কিউসেক করে জল ছাড়ছে। সেই জল বইয়ে সাগরে নিয়ে ফেলাই আপাতত এক মাত্র চ্যালেঞ্জ। যদিও তাতে সমস্যা মিটছে না।