Bengal Flood Situation

ঝাড়খণ্ডের জলে ভাসছে বাংলা! মমতার ফোন হেমন্ত সোরেনকে, ভরা কোটালে কী হবে, রইল আশঙ্কা

মুখ্যমন্ত্রী মমতা জানান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। ঝাড়খণ্ডের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ নিয়ে হেমন্তকে পদক্ষেপের আবেদন করেছেন মমতা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ১৯:৫৫
Share:
Advertisement

বর্ষা আসতেই ফি বছরের মতো ‘জল-যুদ্ধ’ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। যুযুধান রাজ্য সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত ‘দামোদর ভ্যালি কর্পোরেশন’ বা ডিভিসি। রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দু’জনের মধ্যে আকস্মিক ভাবে তেনুঘাট জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়া এবং তার জেরে বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়। হেমন্তকে এ বিষয়ে যথাযত পদক্ষেপ করার আবেদনও করেছেন মমতা। তবে, শুধু জলাধার থেকে জল ছাড়াই নয়, বাংলার প্রশাসনের আসল চ্যালেঞ্জ আসন্ন ভরা কোটাল মোকাবিলাও। আগামী ৫ এবং ৬ অগস্ট আসছে ভরা কোটাল। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জেলার বহু এলাকা জলমগ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement