প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
বিশ্বের বই মানচিত্রের আদিপীঠ, কলেজস্ট্রিটের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে আবেদন বইপাড়ার প্রাচীনতম সংস্থা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানির। ১৮৮৬ সালে গিরিশচন্দ্র দাশগুপ্ত কলেজস্ট্রিটের মোড়ে একটি বইয়ের দোকান খোলেন। দোকানের নাম রাখেন ‘দাশগুপ্ত’। ১৩৭ বছর পুরনো এই দোকান তার প্রাচীনত্বের কারণেই অর্জন করেছে ‘হেরিটেজ’ তকমা। এই দোকানে এসেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, সত্যেন্দ্র বসু থেকে অমর্ত্য সেনের মতো খ্যাতনামীরা। সময়ের বদলে ভোলবদল হচ্ছে এই দোকানেরও। পুরনো বই সংগ্রহ করে তৈরি হবে সংগ্রহশালা, থাকবে অত্যাধুনিক লাইব্রেরি। পাঠক বই পড়তে পারবেন বিনামূল্যে। ‘ব্লু প্লাঙ্ক’-এর গৌরব অর্জন করা দোকানের বর্তমান কর্ণধার অরবিন্দ দাশগুপ্তের আবেদন, গোটা বইপাড়াকেই ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক।