প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
কোভিড-১৯ এর নতুন উপরূপ জেএন -১। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই উপরূপের সংক্রমণই দ্রুত ছড়াচ্ছে। ওমিক্রন প্রজাতির একটি উপপ্রজাতি এই জেএন-১। এর উপসর্গও ওমিক্রনের মতই।চীন,আমেরিকার পাশাপাশি ভারতেও এই জেএন-১ উপরূপের খোঁজ মিলেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কর্ণাটকের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে এখনই কলকাতায় এই নতুন উপরূপকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না চিকিৎসকেরা।