প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
অবশেষে মানভঞ্জন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার আইনজীবীদের সঙ্গে দেখা করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি অনুরোধ করছি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা বাদ দিন। কোর্ট আবার আগের মতো চলুক।’’ ঘটনার সূত্রপাত সোমবার। শুনানি চলাকালীন আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের আচরণে রুষ্ট হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে ‘সিভিল প্রিজনে’ পাঠানোর নির্দেশ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়ে তাঁর এজলাস বয়কট করার সিদ্ধান্ত নেয় আইনজীবীদের সংগঠন। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক দাবি করেছিলেন, বিচারপতিকে ক্ষমা চাইতে হবে, তবেই তাঁরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এ দিন বিচারপতির বক্তব্য শোনার পরেই নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বার অ্যাসোসিয়েশন। যদিও প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত ১৫ মিনিটের মধ্যেই প্রত্যাহার করে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।