মহম্মদ আলি পার্কে যেখানে এত দিন ধরে পুজো হয়ে এসেছে, তার নিচেই রয়েছে ভূ-গর্ভস্থ জলাধার। ২০১৯ সালে সেই জলাধার সংস্কারের জন্যে মহম্মদ আলি পার্কের পুজো মূল প্রাঙ্গণ থেকে সরে গিয়েছিল পাশের দমকল কেন্দ্রের বাড়িতে। তিন বছর বাদে আবার প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে পার্কের পুরনো জায়গায়। শনিবার কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের ডিজির তরফে পুজো কমিটিকে নোটিস দিয়ে প্যান্ডেল নির্মাণ স্থগিত রাখতে বলা হয়। নোটিসে জানানো হয়েছে যে, মহম্মদ আলি পার্কে যে জলাধারটি রয়েছে, সেটি অনেক পুরনো। তার উপর মণ্ডপ তৈরি হলে অতিরিক্ত চাপ ধারণ করতে পারবে না। এই পরিস্থিতিতে রবিবার পুজো কমিটি বৈঠকে বসছে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে।