Rescued Workers of Uttarkashi

ঘরে ফিরবেন মানিক, স্বস্তির নিঃশ্বাস আইসিইউ ফেরত স্ত্রীর, রাতেই উৎসবে মাতল কোচবিহারের গ্রাম

১৭ দিন সুড়ঙ্গে কাটানোর পর অবশেষে মঙ্গলবার রাতে মুক্তি পেয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদেরই একজন কোচবিহারের মানিক তালুকদার।

আনন্দবাজার অনলাইন
কোচবিহার শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১১:৩৮
Share:
Advertisement

বেশ রাত। কোচবিহারের তুফানগঞ্জের গ্রামে আতশবাজি ফাটানো যেন থামতেই চাইছে না। চলছে মিষ্টিমুখ। গোটা পাড়ার লোক ভিড় জমিয়েছে মানিক তালুকদারের বাড়ির সামনে। সেই মানিক, যিনি আরও ৪০ জন শ্রমিকের সঙ্গে ১৭ দিন ধরে আটকে ছিলেন হিমালয়ের উপর ধসে পড়া নির্মীয়মাণ সুড়ঙ্গে। অবশেষে মঙ্গলে ‘মঙ্গল’, ৪০০ ঘণ্টার চেষ্টার পর বার করে আনা হল মানিক-সহ ৪১ জন শ্রমিককে। উদ্বেগ কেটেছে পরিবারের। সুড়ঙ্গ থেকে মুক্তির পর মানিক কথা বলেন স্ত্রীর সঙ্গে। স্বামীর জন্য উদ্বেগে হাসপাতাল ছুটতে হয়েছিল সোমাকে, কাটাতে হয়েছিল আইসিইউ-তেও। স্বামীর সঙ্গে কী কথা হল? সোমা বলছেন, “আর কখনও ওকে ঝুঁকির কাজে পাঠাব না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement