বেশ রাত। কোচবিহারের তুফানগঞ্জের গ্রামে আতশবাজি ফাটানো যেন থামতেই চাইছে না। চলছে মিষ্টিমুখ। গোটা পাড়ার লোক ভিড় জমিয়েছে মানিক তালুকদারের বাড়ির সামনে। সেই মানিক, যিনি আরও ৪০ জন শ্রমিকের সঙ্গে ১৭ দিন ধরে আটকে ছিলেন হিমালয়ের উপর ধসে পড়া নির্মীয়মাণ সুড়ঙ্গে। অবশেষে মঙ্গলে ‘মঙ্গল’, ৪০০ ঘণ্টার চেষ্টার পর বার করে আনা হল মানিক-সহ ৪১ জন শ্রমিককে। উদ্বেগ কেটেছে পরিবারের। সুড়ঙ্গ থেকে মুক্তির পর মানিক কথা বলেন স্ত্রীর সঙ্গে। স্বামীর জন্য উদ্বেগে হাসপাতাল ছুটতে হয়েছিল সোমাকে, কাটাতে হয়েছিল আইসিইউ-তেও। স্বামীর সঙ্গে কী কথা হল? সোমা বলছেন, “আর কখনও ওকে ঝুঁকির কাজে পাঠাব না।”