উত্তর দিনাজপুরের চোপড়া। অন্য ধর্মে বিয়ে করেছে বাড়ির মেয়ে। মেয়েকে ‘শিক্ষা’ দিতে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। ভিন ধর্মে বিয়ে বা সম্পর্ক স্থাপন, যার জেরে প্রাণে পর্যন্ত মেরে ফেলার ঘটনা প্রায়শই শোনা যায়। স্বভাবতই প্রশ্ন ওঠে ভিন ধর্মে বিয়ে মানেই কি পরিবারের সম্মান নষ্ট? তথ্য বলছে, এই ধরণের ঘটনার ক্ষেত্রে হিংসার বলি হয় মূলত মেয়েরা। চোপড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার ডট কমের তরফে একটি পোল করা হয়। দর্শকের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা এই ঘটনাকে সমর্থন করেন কি না। উত্তর কী এল আনন্দবাজার ডট কমে, দেখুন।