কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ঘটনার পর থেকে বেলাগাম হয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতা। ছড়িয়ে পড়ছে মুঠো মুঠো মনগড়া তথ্য। সেই খবর দেখে চরম বিভ্রান্ত সাধারণ মানুষ। ভয়ঙ্কর ঘটনার সত্য উদ্ঘাটনই কেবল নয়, তদন্তকারীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সমাজমাধ্যমে বন্যার জলের মতো ছড়িয়ে পড়া ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরও। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল শুরু থেকেই এই দিক নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। কিন্তু ফেক নিউজ়ের ছড়িয়ে পড়া কোনও মতেই ঠেকানো যাচ্ছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে, তা হলে কি সুবিচারের দাবি পিছনে চলে গিয়ে সামনে চলে আসছে রাজনীতির মারপ্যাঁচ? এতে কার লাভ?