পারিবারিক অশান্তির জেরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তাতেই শোকে মানসিক ভারসাম্য হারান বীরভূমের খয়রাশোলের সন্ন্যাসী দাস। ঘুরতে ঘুরতে চলে আসেন বহু দূরে, হুগলির দাদপুরে। ভবঘুরের মতো ঘুরতে দেখে তাঁকে আশ্রয় দেন স্থানীয় হোটেল মালিক কাজল দাস ও তাঁর স্ত্রী গৌরী দাস। দাস দম্পতির হোটেলেই কাজ করছিলেন সন্ন্যাসী। বাড়ি কোথায়? এত বছর ধরে এ প্রশ্নের জবাব কাউকেই দিতে পারেননি সন্ন্যাসী। তাই আর বাড়ি ফিরে যাওয়া হয়নি। এক দিন ওই হোটেলে খেতে আসেন খয়রাশোলেরই বাসিন্দা, পেশায় গাড়িচালক চন্দন দাস। ফিরে গিয়ে সন্ন্যাসীর কথা লিখে ফেসবুকে পোস্ট করেন তিনি। তার সূত্রেই পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধান পান নিমাই দাস। সোমবার দাদপুরে এসে সন্ন্যাসীকে নিয়ে গেলেন তাঁর পরিবার। দীর্ঘ পঁচিশ বছরের অপেক্ষা শেষে নিজের ঘরে ফেরার সুযোগ পেয়ে সন্ন্যাসী শুধু বলছেন, “ভাল লাগছে।”