Cyclone Dana

আরও কাছাকাছি এল ‘ডেনা’, বন্ধ ফেরি-ভেসেল-বিমান-ট্রেন, কতটা প্রস্তুত কলকাতা?

কলকাতায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রয়েছে শহরের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও।

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:৩৮
Share:
Advertisement

‘ডেনা’ মোকাবিলায় প্রস্তুত রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে গত ছ’ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে আরও সরেছে ‘ডেনা’। আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ‘ল্যান্ডফল’-এর সময় ‘ডেনা’র গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি সর্বোচ্চ ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে। সকালের শহরে বাস পরিবহন পরিষেবা মোটের উপর সচল থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিমানবন্দর। ওই সময়ে বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রচুর লোকাল ট্রেনও। স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement