প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ভক্তদের ‘সাদাত-যাপন’। মনের কাছের লেখককে হাতের কাছে পেয়ে ভক্তকুলের সীমাহীন আবদার। বইয়ের পাতায় ছন্দ মিলিয়ে অভিবাদন থেকে অনুরোধের নান্দনিক নিজস্বী— সবার সাধ মিটিয়েছেন সাদাত। ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে কোনও কার্পণ্য করেননি। কলম ধরা হাত চলেছে নিরলস। ফিরে যাওয়ার আগে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি বাংলাদেশের প্রাবন্ধিক। গোধূলি লগ্নে কথা হল ‘কবি’, ‘কবিতা’, ‘বই’, ‘বইমেলা’ নিয়ে। কবিতার প্রতি কবির কেন এই ‘অবহেলা’? ‘কাজল চোখের মেয়ে’ কে? কেন হারিয়ে যাচ্ছে কাব্যিক বিদ্রোহ? কেনই বা প্রশ্রয় পাচ্ছে প্রেম? একুশে গ্রন্থমেলার আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলার অভিজ্ঞতা কেমন— উড়ান ধরার আগে কী বলে গেলেন সাদাত হোসাইন?