প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: অসীম
২০১৯ সালের পর এ বছর আবার কলকাতার বসেছে বাজি বাজার। কোভিড সংক্রমণের কারণে ৩ বছর বন্ধ ছিল এই বাজার। এ বছর অনেক আগে থেকেই এই বাজারের জন্য উদ্যোগ নিয়েছিল বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলারস অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাজারে বিক্রির জন্য আনা সব বাজিকেই সবুজ বাজি বা পরিবেশবান্ধব আতশবাজি হতে হবে। কী এই সবুজবাজি? এমন বাজি কি আদৌ হয় যা থেকে দূষণ হবে না! কী বলছেন পরিবেশবিদ।