সম্পাদনা: বিজন
ছ’দশকের শাসনকাল শেষ। স্বাধীনোত্তর ভারতের ট্রেড মার্ক ‘কালি-পালি’ আর চলবে না। রবিবার মুম্বইয়ে শেষ বারের মতো চাকা গড়াচ্ছে প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সির। মূলত অ্যাপ ক্যাবের দৌরাত্ম্যেই ইতিহাসের পাতায় চলে গেল মুম্বইয়ের কালো হলুদ ট্যাক্সি। জওহরলাল নেহরু সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী বালকৃষ্ণ গান্ধীর পরামর্শেই বাণিজ্যনগরীতে কালো এবং হলুদ রঙের ট্যাক্সির প্রবর্তন করেন। দূর থেকেও যেন চোখে পড়ে, সে কারণেই চার চাকার যানের উপরের ভাগের রং হলুদ করা হয়। আর কালো ব্যবহারের কারণ ছিল, কোনও রকম দাগ যেন না দেখা যায়। অ্যাপ ক্যাপ পরিষেবা শুরুর পূর্বলগ্নে এই ট্যাক্সিই ছিল মুম্বইয়ের ‘লাইফলাইন’। ‘ট্যাক্সি নং ৯২১১’, ‘খালি-পিলি’, ‘আ অব লট চলে’র মতো বলিউডের একাধিক ছবিতে মুখ্য ‘চরিত্রে’ দেখা গিয়েছে প্রিমিয়ার পদ্মিনীকে। তবে সোমবার থেকেই এই ট্যাক্সি জীবাশ্ম হওয়ার পথে। দীর্ঘ পথ অতিক্রম করে অন্তিম অবসরের পথে কালি-পিলি পদ্মিনী।