কলকাতায় প্রথম, ৬০০টি ড্রোনের আলোকসজ্জায় উপস্থাপিত হল ‘রাবণ দহন’
পার্কসার্কাস ময়দানে বুধবার রাত ৮টা থেকে টানা ১৫ মিনিট সেই ড্রোন শো দেখানো হয়।
সম্পাদনা: সৈকত
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৫:২৬
Share:
Advertisement
দুর্গোৎসবকে সামনে রেখে কলকাতায় অভিনব ড্রোন শো। দশমীর দিন রাবণ দহনের জন্য ৬০০টি ড্রোনের একটি অভিনব শো করল পার্কসার্কাস দুর্গোৎসব কমিটি। বুধবার রাত ৮টা থেকে টানা ১৫ মিনিট সেই শো দেখল কলকাতা।