elephant

নতুন সদস্য, জাটিয়ার জঙ্গলে বাড়ল হাতির বহর

নতুন সদস্য হাতির পালে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বন বিভাগের অধীন কলাইকুণ্ডা রেঞ্জের জাটিয়ার জঙ্গলে একটি হাতির জন্ম হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ২১:২৪
Share:
Advertisement

নতুন সদস্য হাতির পালে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বন বিভাগের অধীন কলাইকুণ্ডা রেঞ্জের জাটিয়ার জঙ্গলে একটি হাতির জন্ম হয়। স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, জন্মের পর শাবকটি না উঠে দাঁড়ানো পর্যন্ত তাঁকে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মা হাতি। সঙ্গে রয়েছে আরও একটি হাতি। দু’জনেই বেশ রেগে যাচ্ছে। তাদের ইচ্ছা, সদ্যোজাতকে নিয়ে জঙ্গলে নিয়ে যাবে। অন্য দিকে, রবিবার সকালে মেদিনীপুর বন বিভাগের অধীন চাঁদাবিলা জঙ্গলে একটি হাতির জন্ম হয়। বন দফতর পক্ষ থেকে হাতির ওই দলকে উত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার চারটি বন বিভাগের অধীনস্থ এলাকায় ১৫০-রও বেশি হাতি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement