Bad Road Condition

মুখ্যমন্ত্রীর বিধানসভাতেই উধাও রাস্তার রাবিশ, ধস নামার আশঙ্কায় পথে একবালপুরের বাসিন্দারা

কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের ভূকৈলাস রোড। রাস্তার ৪০০ মিটার পথ খানাখন্দে ভরা। এলাকাবাসী নিজেরাই পথে বসে সতর্ক করছেন গাড়িচালক এবং পথচারীদের। সন্ধানে নেমে অবাক চুরির খবর পেল আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ২০:০৫
Share:
Advertisement

চার মাস আগে একবালপুরের বাঘকুঠি এলাকায় রাস্তায় পাইপলাইনের কাজ হয়েছিল। নিয়ম অনুযায়ী কাজ শেষ হওয়ার কিছু দিনের মধ্যে খুঁড়ে ফেলা রাস্তা ফের ভরাট করে দিতে হয়। কিন্তু ভূকৈলাস রোডের ৪০০ মিটার রাস্তায় এ রকম কিছুই হয়নি। বরং অভিযোগ, রাস্তা খোঁড়ার পর সেখান থেকে বার হওয়া রাবিশ রাতারাতি উধাও হয়ে গিয়েছে। কোনও রকমে ইঁট দিয়ে গর্ত বোজানো হয়েছে। বর্ষায় যখন তখন রাস্তায় ধস নামতে পারে বলে আশঙ্কা। আতঙ্কে এলাকাবাসী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement