Bratya Basu on VC Appointment

‘আমরা ইউজিসির নির্দেশিকা মানতে চাইছি, রাজভবন মানছে না’, রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্যের

সার্চ কমিটিতে ‘নমিনি’ পাঠানোর জন্য তিন বার চিঠি লেখা হয়েছে ইউজিসিকে, এখনও পাঠায়নি, অভিযোগ ব্রাত্যের।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ২১:৩০
Share:
Advertisement

নির্দিষ্ট রাজনৈতিক মতাবলম্বী ব্যক্তিদের উপাচার্য পদে নিয়োগ করতে চাইছে রাজভবন। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে এমনই অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর প্রশ্ন, “লোক কি কিছু কম পড়িয়াছে?” ব্রাত্যের দাবি, এটা সুস্থ কাজের পরিবেশ নয়। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তবর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। বুদ্ধদেব জাতীয়তাবাদী শিক্ষক এবং অধ্যাপকদের সংগঠন ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ’-এর সভাপতি। সংগঠনটি ‘বিজেপিপন্থী’ অধ্যাপক সংগঠন বলেই পরিচিত। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর সামাজিক মাধ্যমে করা বিভিন্ন পোস্ট ঘিরেও শুরু হয়েছে চর্চা। যদিও শিক্ষামন্ত্রী এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement