প্রতিবেদন: সুদীপ্তা
গত ২৭ অক্টোবরের শুনানিতে ইডির তদন্তকারী আধিকারিককে সোমবার জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সম্পর্কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। সেই মতো এ দিন ইডির আইনজীবী এবং আধিকারিকেরা মুখবন্ধ খামে করে রাজ্যের বনমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট জমা দেন আদালতে। হাসপাতালে তাঁর কী কী স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে, তার ফল কী হয়েছে, সবটাই বিস্তারিত ভাবে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডি জানিয়েছে, মন্ত্রী আপাতত স্থিতিশীল বলেই খবর। ইডির এই রিপোর্ট সিল করে আদালতে রেখে দেওয়া হবে। এর পাশাপাশি মন্ত্রীর চিকিৎসার দায় নিতে অস্বীকার করে ফের ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয় আলিপুরের কম্যান্ড হাসপাতাল। আদালতে হাসপাতালের তরফের আইনজীবী জানিয়েছেন, কম্যান্ড হাসপাতালে এই মুহূর্তে অতিরিক্ত চাপ রয়েছে। অনেক রোগী সেখানে চিকিৎসাধীন। তাই বাড়তি চাপ তারা নিতে চায় না। একই আবেদন নিয়ে শনিবারও হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।