প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু মহিষাবাথান নয় নিয়োগ-দুর্নীতি কাণ্ডে শনিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় তারা। শনিবার সকালে মহিষবাথানের ট্রেনিং সেন্টারের অফিসে হানা দেন ইডি। তদন্তকারীদের দাবি, মহিষবাথানের ট্রেনিং সেন্টারটির মালিকও তাপস। তাঁর নামে রাজ্যে প্রায় ১৫টি স্কুল-কলেজ রয়েছে বলে ইডি সূত্রে খবর। তাপসের বিরুদ্ধে প্রাইমারি শিক্ষক নিয়োগে প্রার্থী পিছু ১০-১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বারাসত ছাড়াও মেদিনীপুর এবং মুর্শিদাবাদের ডোমকলে তাপসের কলেজ আছে বলে জানা গিয়েছে।