kaushik basu

পুরুলিয়ার প্রান্তিক স্কুলের মাস্টারমশাই অর্থনীতিবিদ কৌশিক বসু

শুশুনিয়া পাহাড়ের কোলের আদিবাসী স্কুলের ক্লাসরুমে অর্থনীতিবিদ কৌশিক বসু।

সুবর্ণা মৈত্র
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ০৮:১৭
Share:
Advertisement

শুশুনিয়া পাহাড়ের কোলে খোলা আকাশের নীচে আদিবাসী ছেলেমেয়েদের স্কুল মারাংবুরু চাচু মার্শাল। সেখানে পৌঁছে গেলেন কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক কৌশিক বসু। ঘুরে দেখলেন তাদের স্কুল। মানবাজার, পুঞ্চার প্রত্যন্ত স্কুলেও পৌঁছে গেলেন অর্থনীতিবিদ কৌশিক বসু। ক্লাসরুমে কাঠের বেঞ্চে বসে খুঁটিয়ে দেখলেন প্রাথমিক স্তরের শিশুদের পঠনপাঠন। অঙ্ক আর ইংরিজির ক্লাস নিলেন। অতিমারি পর্বে একটানা স্কুল বন্ধ থাকায় কতটা পিছিয়ে পড়েছে এই ছাত্রছাত্রীরা, খোঁজ নিলেন তারও।

পুরুলিয়ার বরণডাঙায় স্বামী লোকেশ্বরানন্দের আদর্শে দীক্ষিত একদল সেবাব্রতী গড়ে তুলেছিলেন নানৃতম। অতিমারি পর্ব অতিক্রম করে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে নানৃতমের উদ্যোগ ‘এডুকেশন ফর অল’। তাদেরই আমন্ত্রণে অর্থনীতিবিদ কৌশিক বসু এসেছিলেন এই উদ্যোগে সামিল হতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement