Vande Bharat Express Trains

কম টাকায় বিশ্বমানের রেল পরিষেবা, পুজোর আগে বাংলায় এল জোড়া বন্দে ভারত

বাংলা থেকে চলবে মোট পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৭
Share:
Advertisement

পুজোর আগে বাংলার জন্য সুখবর। হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পুরীর পর এবার হাওড়া থেকে রাঁচী এবং পটনা রুটেও চলবে বন্দে ভারত। সপ্তাহে ছয় দিন হাওড়া থেকেই মিলবে রেল পরিষেবা। বুধবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই হাওড়া-পটনা এবং হাওড়া-রাঁচী রুটে চলবে বন্দে ভারত। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কথায়, “প্রধানমন্ত্রী নিজে উচ্চ ভাবনা ভাবেন এবং অন্যদেরও ভাবতে প্রভাবিত করেন। যার প্রতিফলন এই ট্রেন। বন্দে ভারত সুইস এবং ইউরোর ট্রেনের থেকেও ভাল।” রবিবার রাত সাড়ে দশটায় হাওড়া এসে পৌঁছেছে জোড়া বন্দে ভারত। বিশ্বমানের এই ট্রেন দেখতে হাওড়া জংশনের ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমান উৎসুক জনতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement