২০২৩ সালে দুর্গাপুজো কার্তিক মাসে, জেনে নিন নির্ঘণ্ট
বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী বছর দুর্গাপুজো হবে কার্তিক মাসে। ইংরেজি দিনপঞ্জি অনুযায়ী ২০২৩ সালে দুর্গাপুজোর শুরু অক্টোবরের তৃতীয় সপ্তাহে। ১৪ অক্টোবর মহালয়া। আনুষ্ঠানিকভাবে পুজো শেষ ২৪ অক্টোবর (দশমী)।
গ্রাফিক: বিজন
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৯:০৪
Share:
Advertisement
আশ্বিনে নয়, আগামী বছর পুজো শুরু কার্তিক মাসের শুরুতে। ইংরেজি দিনপঞ্জি অনুয়ায়ী দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা ১৪ অক্টোবর, সেদিন মহালয়া।