ত্রিশূলের বদলে দুর্গা প্রতিমার হাতে দলীয় পতাকা ধরিয়ে দিলেন তৃণমূল নেতা। আর এই ঘটনা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। শুক্রবার এই ঘটনা ঘটেছে হুগলির গুড়াপের হাসামপুরে। এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু করেছে বিজেপি।
ঘটনার সূত্রপাত প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার সময়। সেই সময় ভ্যানে চাপানো দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেন গুড়াপের হাসামপুরের বাসিন্দা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ মণ্ডল। কেন প্রতিমার হাতে দলীয় পতাকা দিলেন, এই প্রশ্নের উত্তরে লক্ষ্মণের সাফাই, ‘‘বারোয়ারি পুজোগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। সেই জন্য আজ আমরা পুজো করতে পারছি। দিদি উন্নয়ন করেছেন বলে আমরা দলীয় পতাকা প্রতিমার হাতে দিয়েছি। আমরা চাই, দিদি এমন উন্নয়নমূলক কাজ চালিয়ে যান।’’