শ্বাসকষ্টজনিত সমস্যা তাঁর দীর্ঘদিনের সঙ্গী। সেই কারণে বারবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিয়ে বারবার অগ্রাহ্য করেছিলেন মৃত্যুর পরোয়ানা। বৃহস্পতিবার শেষ রক্ষা হয়নি। চিরঘুমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শেষের দিনগুলো কেমন ছিল? রাজনীতির আঙ্গিনায় দক্ষ প্রশাসক, বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তবে রোগী হিসেবে কেমন ছিলেন? বাধ্য না কি একগুঁয়ে। বুদ্ধবাবুর চিকিৎসার ভার ছিল যাঁদের কাঁধে, তাঁরা শোনালেন তাঁদের অভিজ্ঞতা।