প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন
চিন্তা বাড়াচ্ছে শহর ও শহরতলির ডেঙ্গি সংক্রমণের হার। বাড়ছে মৃতের সংখ্যাও। বুধ ও বৃহস্পতিবার— পর পর দু’দিন দক্ষিণ কলকাতা ও দক্ষিণ দমদমের দু’জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দমদমেই আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। চিকিৎসকেরা জানাচ্ছেন, আগামী দু’তিন মাস মুক্তি নেই এই আতঙ্কের থেকে। বরং বাড়তে পারে সংক্রমণের হার। এই পরিস্থিতিতে কী সতর্কতা নেবেন? ডেঙ্গি হলেই কী হাসপাতাল ছুটতে হবে? বাড়িতে রেখে রোগীর দেখভাল সম্ভব? ডেঙ্গি আক্রান্তের খাদ্যতালিকায় কী কী রাখবেন? চিকিৎসক অপূর্ব ঘোষ ও জয়দেব রায়ের মুখোমুখি আনন্দবাজার অনলাইন।