প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
কলকাতায় জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় মাঝেমধ্যেই দোসর হচ্ছে বৃষ্টি। কলকাতায় এমন আবহাওয়া বহু বছর প্রত্যক্ষ করেনি কলকাতাবাসী। এই ঠান্ডায় একদিকে বাড়ছে জ্বর, সর্দি-কাশি। অন্যদিকে দীর্ঘদিন ধরে কাশিতে ভুগে বদলে যাচ্ছে গলার স্বরও। এই সমস্যাগুলির সঙ্গে শীতের আদৌ কোনও যোগ রয়েছে কি? জানাচ্ছেন চিকিৎসক অরুণাংশু তালুকদার।