চিকিৎসক দেখানো হোক বা শারীরিক পরীক্ষানিরীক্ষা— সরকারি হাসপাতালে রোগীদের লম্বা লাইন। অন্য দিকে, বেসরকারি হাসপাতালে প্রচুর খরচ। তাই ইচ্ছা থাকলেও অনেকেরই সেই পরিষেবা নেওয়ার সঙ্গতি থাকে না। সরকারি হাসপাতালের পরিষেবা পেতে অপেক্ষাই করেন তাঁরা। কিন্তু সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা না-পেয়ে এ বার বিক্ষোভ দেখালেন রোগীদের একাংশ। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন ডায়ালিসিস করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এর জেরে বেশ কিছু ক্ষণ রুদ্ধ হয়ে পড়ে মেডিক্যাল কলেজের গেট। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসক সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস করার পরামর্শ দিয়েছেন। কিন্তু ওই হাসপাতাল কর্তৃপক্ষ দু’দিন করে ডায়ালিসিস পরিষেবা দিচ্ছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।