গবেষক দেবদত্ত বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনে নেওয়া যাক করোনাভাইরাসের বিষয়ে কিছু কথা। এই ভাইরাসের স্বভাব কেমন, সাধারণের জন্য তা বুঝিয়ে বললেন জৈবরসায়ন সংক্রান্ত গবেষণায় যুক্ত বিজ্ঞানী। করোনাভাইরাস কী এবং তা কী ভাবে বংশবিস্তার করে, বোঝালেন তিনি। এই দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে যে হাহাকার চলেছে, তার কারণ কী কী হতে পারে? কোন উপায়ে এই মহামারির হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে? সে সব প্রশ্ন প্রসঙ্গেও আলোচনা করলেন বিজ্ঞানী।