Dengue

‘মানুষ যদি আশেপাশে জল জমতে না দেন, তাহলেই ডেঙ্গি রোধ করা সম্ভব’, বললেন ডেপুটি মেয়র

পুজোর পরেও অব্যাহত ডেঙ্গির প্রকোপ, ডেঙ্গি রুখতে কতটা তৎপর পুরসভা? কী বলছেন ডেপুটি মেয়র?

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৮:৫৮
Share:
Advertisement

বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে, সে কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারপরেও শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ পিছু ছাড়ছে না। কলকাতা পুরসভার তরফে যদিও দাবি করা হয়েছে ডেঙ্গির প্রকোপ কমে গিয়েছে। দুর্গা পুজো পেরিয়ে গেলেও, কলকাতায় এখনও ডেঙ্গির প্রকোপ রীতিমতো চোখে পড়ার মতো। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত না কুড়ি ডিগ্রির নিচে নামবে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। পাশাপাশি মানুষ সচেতন না হলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমবে না। তাহলে কি উষ্ণায়নই একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গির? যেভাবে গাছপালা কেটে একদিকে বাড়ি ঘরদোর তৈরি করা হচ্ছে অন্যদিকে যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শহর কলকাতা জুড়ে আর তার ফলেই ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে একথা স্বীকার করে নিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement