প্রতিবেদন: প্রচেতা
সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়। আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও উপকূলীয় জেলাগুলিতেও। আগামী কাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের বেশ কিছু জেলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুন সারা সপ্তাহ জুড়েই ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ।