বাজার জুড়ে বাহারি এলইডি আলো, উপচার হোক বা অন্দরসজ্জা, চাহিদা মাটির প্রদীপেরই
ভূত চতুর্দশীর দিনে মাটির প্রদীপ জ্বালানো প্রচলিত রীতি। তার আগে প্রদীপ কেনার জন্য দোকানে দোকানে ভিড়।
প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
আনন্দবাজার অনলাইন
কলকাতাশেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৭:৫৬
Share:
Advertisement
সামনেই কালীপুজো। বাজার ছেয়েছে বিভিন্ন ধরণের বাহারি এলইডি আলোতে। এর মধ্যে মাটির প্রদীপের চাহিদা কেমন? আগের মতো মাটির প্রদীপ বিক্রি হয়? কী বলছেন ক্রেতা বিক্রেতারা?