Lok Sabha Election 2024

ভোট মরসুমে তুঙ্গে লাল-সাদা গামছার চাহিদা, অসমের তাঁতিদের ঘর ঢেকেছে সুতোর পাহাড়ে

অসমের জাতিসত্তার প্রতীক হিসাবে বার বার ব্যবহৃত হয়ে এসেছে অসমিয়া লাল-সাদা গামছা।

ভিডিয়ো সৌজন্যে পিটিআই, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ১১:০৪
Share:
Advertisement

জাতীয় দল হোক, বা আঞ্চলিক। মোদী হোন, বা রাহুল-প্রিয়ঙ্কা। অসমের রাজনৈতিক প্রচারে গিয়ে সবার কাঁধে উঠে আসে অসমিয়া লাল-সাদা সুতোর গামছা। ছোট ছোট ফুলের নকশা কাটা গামছাকে অসমিয়া জাতিসত্তার প্রতীক হিসাবে বার বার ব্যবহার করা হয়ে এসেছে।’৭০-’৮০র দশকের ছাত্র আন্দোলন হোক, বা সাম্প্রতিক সিএএ-বিরোধী বিক্ষোভ— প্রতিবাদী স্বর আপন করে নিয়েছে সনাতনী গামছাকে, অসমিয়া উচ্চারণে যা ‘গামোসা’। এ বারের লোকসভা নির্বাচনই বা বাদ যায় কেন? নলবাড়ির গামছার কারিগরদের তাই দম ফেলবার উপায় নেই। সামনেই বিহু, দোসর ভোট। তাঁতিদের ঘর ঢেকেছে লাল-সাদা সুতোর পাহাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement