Monkey pox

মাঙ্কি পক্স থেকে সেরে উঠলেন দিল্লির প্রথম আক্রান্ত

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রচেষ্টায় ২৫ দিনে সংক্রমণ-মুক্ত।

মাঙ্কি পক্স থেকে সেরে উঠলেন দিল্লির প্রথম আক্রান্ত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৭:৪৬
Share:
Advertisement

দিল্লিতে ২৫ দিন হাসপাতালে নিভৃতবাসের পর সুস্থ হয়ে উঠলেন মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তি। ২ অগস্ট তাঁকে নয়াদিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এলএনজেপি হাসপাতালের মেডিকাল ডিরেক্টর ডাক্তার সুরেশ কুমার জানিয়েছেন দিল্লিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তি জ্বর, ত্বকে ফোস্কা ও র‌্যাশের মতন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর চিকিৎসার জন্যে গঠন করা হয়েছিল একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল। কোন উপসর্গ না থাকা সত্ত্বেও আক্রান্তের সংস্পর্শে আসা ১৪ জনকে শনাক্ত করে নিভৃতবাসে পাঠানো হয়েছিল। ২৫ দিন বাদে সংক্রামিত ব্যক্তির মাঙ্কিপক্সের রিপোর্ট নেগেটিভ আসায় এবং তার পাশাপাশি আর কোন উপসর্গ না থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement