বুধবারের ‘রংবোমা’কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল চার জনকে। বৃহস্পতিবার রাতে দিল্লির এক থানায় আত্মসমর্পণ করেন আরও এক অভিযুক্ত। শুক্রবার পাঁচ জনকে পটিয়ালা হাউজ় কোর্টে পেশ করা হলে, ধৃত সাগর শর্মা, নীলম আজ়াদ, অমল শিন্ডে, মনোরঞ্জন ডি এবং ললিত ঝা-কে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় আদালত। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাতেও মামলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ দিন আদালতে পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি প্যামফ্লেট উদ্ধার হয়েছে। এ ছাড়াও লোকসভার ‘ওয়েল’ থেকে মিলেছে আরও দু’টি প্যামফ্লেট। কী লেখা আছে সেই সব প্রচারপত্রে? কী বলছে দিল্লি পুলিশ?